ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে রিমার্ক-হারল্যানের ‘আপনজন’ প্রোগ্রাম অনুষ্ঠিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

সারাদেশ জুড়ে পাইকারি বিক্রেতাদের সাথে সংযোগ স্থাপন ও সম্পর্ক সুদৃঢ় করতে চট্টগ্রামে রিমার্ক-হারল্যান ‘আপনজন’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৬ নভেম্বর) চট্টগ্রাম বে ভিউ হোটেলে এই অনুষ্ঠানে রিমার্কের সারাদেশের পাইকারী বিক্রেতারা অংশগ্রহণ করেন।  

রিমার্ক-হারল্যানের ‘আপনজন’ এর ওরিয়েন্টেশনের চট্টগ্রাম প্রোগ্রামে উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম, রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন, রিমার্ক এইচবি লিমিটেডের ক্যাটেগরি হেড, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, মারুফুর রহমান, জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম ও রিমার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।   

এর আগে দেশের শীর্ষস্থানীয় কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান ‘আপনজন’ প্রোগ্রামে খুচরা ব্যবসায়িদের নিয়ে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল ।

অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজমুল আলম বলেন, রিমার্ক পরিবারের সাথে দেশব্যাপী আমাদের সম্মানিত পাইকারি বিক্রেতাদের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে আমরা চালু করেছি ‘রিমার্ক আপনজন’ কর্মসূচি। দেশজুড়ে ৪০টি ইভেন্টের মাধ্যমে আমরা পুরো কর্মসূচিটি পালন করবো যেখানে আমাদের পাইকারি ব্যবসায়ী বন্ধুরা আসবেন এবং আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন। এরই সাথে তারা আমাদের রিওয়ার্ড প্রোগ্রাম ‘বন্ধন’-এর বিস্তারিত তথ্যও জেনে নিতে পারবেন। ‘বন্ধন’ মূলত একটি রিওয়ার্ড উদ্যোগ যার মাধ্যমে আমাদের পাইকারি বিক্রেতারা তাদের পারফরম্যান্সের ভিত্তিতে বিদেশ ভ্রমণ করার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, ‘আপনজনের চট্টগ্রাম পর্বের পর একইভাবে দেশজুড়ে প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে আমাদের পাইকারি বিক্রেতাদের সাথে রিমার্ক-হারল্যানের সম্পর্ককে আমরা নিয়ে যাব এক নতুন মাত্রায়।’

রিমার্ক এইচবি লিমিটেডের হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার বিভাগের ক্যাটেগরি হেড, মারুফুর রহমান বলেন, এই প্রোগ্রামটি সারা দেশজুড়ে রিমার্ক-হারল্যানের পণ্য ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী পাইকারি ব্যবসায়ীদের সাথে আমাদের সম্পর্কের ভীত তৈরির পাশাপাশি আমাদের পথচলা সুদীর্ঘ করতে প্রভাবক হিসেবে কাজ করবে।
  
অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খানের একটি ভিডিও বার্তা অতিথিদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়। এছাড়াও বিএসটিআই পরিদর্শক দলের রিমার্ক-হারল্যানের সর্বাধুনিক ফ্যাক্টরি পরিদর্শনের ভিডিও অতিথিদের সামনে প্রদর্শন করা হয়। জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঞ্চালনায় একটি আকর্ষণীয় র‍্যাফল ড্র আয়োজন করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  

উল্লেখ্য, রিমার্ক-হারল্যান সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী একটি বহুজাতিক প্রতিষ্ঠান। নিওর, সিওডিল, লিলি, হারল্যান, ব্লেইজ ও’ স্কিন, ক্যাভোটিন, ডার্মো ইউ, ম্যাক্স বিউ, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স ও লিটল ওয়ান এর মত বহুল জনপ্রিয় সব ব্র্যান্ড ভোক্তাদের জন্য নিয়ে এসেছে রিমার্ক।  দেশব্যাপী গুণগত মানসম্পন্ন পণ্য জনগণের দোড়গড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি বিশ্বব্যাপী বাংলাদেশি কসমেটিকস, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার প্রোডাক্টসের একটি বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছে রিমার্ক-হারল্যান।

রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সিয়াম আহমেদ ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি